Ratnagarvamma

মিসেস জাহানারা বেগম

মিসেস জাহানারা বেগম
স্বামী : মরহুম কাজী মো. আবুল বাসার
ঠিকানা : রোড # ২৫, বাড়ি # ২২, রুপনগর আ/এ
মিরপুর, ঢাকা।

সব সন্তানই মনে করে পৃথিবীতে তাঁর মা’ই শ্রেষ্ঠ। অবশ্যই মা সবার ঊর্ধে, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। মা হচ্ছেন একজন মহান শিল্পি আর সেই শিল্পি সত্তাকে বাস্তবে রুপ দেন সন্তানকে লালন-পালনের মধ্যে দিয়ে। তিনি স্বীয় সন্তানদের মাঝে স্বপ্নবীজ বপন করেন, বীজ বপন করেই ক্ষ্যান্ত হন না তাকে আলো-বাতাস-পানি দিয়ে পরিচর্যা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। একজন সুশিক্ষিত ন্যায় পরায়ন সুখী সুন্দর প্রতিষ্ঠিত সন্তান দেশের জন্য রতœ, আর সেই রতœ যিনি জন্ম দেন লালন করেন ও গড়ে তোলেন তিনিই প্রকৃত অর্থে রতœগর্ভা। ছয় সন্তানের গর্বিত জননি মিসেস জাহানারা বেগমের সন্তানেরা আজ দেশে-বিদেশে আলোকিত-বিকশিত। মায়ের সাথে আমরাও সুখ অনূভ‚তি অনুভব করছি।

প্রথম সন্তান ঃ জাফর বিন বাসার, সার্টিফাইড পাবলিক একাউন্টেড (সিপিএ)
কর্মক্ষেত্র ঃ আমেরিকায় কর্মরত ও বসবাসরত
দ্বিতীয় সন্তান ঃ কানিজ ফাতেমা, এমএ ডাবল (দর্শন, লাইব্রেরী সাইন্স) ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ আমেরিকায় কর্মরত ও বসবাসরত
তৃতীয় সন্তান ঃ আনিস ফাতেমা, এমএ (সাধারণ ইতিহাস), ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ উপাধ্যাক্ষ (বিসিএস শিক্ষা ক্যাডার) সরকারী তিতুমীর কলেজ ঢাকা।
চর্তুথ সন্তান ঃ নাসিম সুলতানা, এমএ (সাধারণ ইতিহাস) ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, আরব বাংলাদেশ ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা
পঞ্চম সন্তান ঃ আজফার বিন বাসার, এমএসসি (ভ‚গোল) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার
কর্মক্ষেত্র ঃ আমেরিকায় কর্মরত ও বসবাসরত
ষষ্ঠ সন্তান ঃ শীরিন সুলতানা, এমএসএস (লোক প্রশাসন) ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ যুগ্নসচিব, আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ