Ratnagarvamma

মিসেস লতিফা খানম

মিসেস লতিফা খানম
স্বামী : মৃত হুমায়ুন আজাদ
(অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রথাবিরোধী লেখক।
ঠিকানা : বাড়ি ১৭, ফ্ল্যাট ১০০৩ জাপান গার্ডেন সিটি
রিংরোড, মোহাম্মদপুর, ঢাকা।

ছোট্ট একটি শব্দ মা, অথচ কি বিশাল তার দায়িত্ব। মমতা, আশ্রয়, নিরাপত্তা নিশ্চয়তা নির্ভরতা সবই নির্ভর করে একটি শব্দের মাঝে, তেমনি একজন মা মিসেস লতিফা খানম। ১৯৪৬ সালের ১৯ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মা লতিফা খানম একজন প্রথাবিরোধী লেখক মৃত হুমায়ুন আজাদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশের বিখ্যাত লেখক। তার সংস্পর্শে থেকেই মা তার সন্তানদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন এবং মা নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মার্স্টাস সম্পন্ন করে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমায় ভর্তি হন এবং লাইব্রেরি সায়েন্স এ পড়াকালীন তিনি চাকরি পান বিআইআইএসএস-এ। ২০০৪ সালে লতিফা খানমের স্বামী বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ুন আজাদ বইমেলা থেকে বাসায় ফেরার পথে র্দুবৃত্ত দ্বারা আক্রান্ত হন এবং সেবছরের ১২ই আগস্ট জার্মানীতে মৃত্যুবরণ করেন। মা নিজেই সন্তানদের মাঝে স্বপ্ন বীজ বপন করেন, বীজ বপন করেই ক্ষ্যান্ত হন না তাকে আলো বাতাস পানি দিয়ে পরিচর্যা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। আজ সন্তানরা দেশে বিদেশে আলোকিত ও বিকশিত।
অভিনন্দন মা তোমাকে।

প্রথম সন্তান ঃ মৌলি আজাদ, এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ উপ-পরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং লেখক
তার প্রথম বই ‘হুমায়ুন আজাদ আমার বাবা’, দৈনিক ‘প্রথম আলার’ সেরা ১০টি গ্রন্থের অর্ন্তভুক্তিসহ
নাট্যসভা সাহিত্য পুরস্কারে ভ‚ষিত হয়।
দ্বিতীয় সন্তান ঃ স্মিতা আজাদ, মাস্টার্স, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মক্ষেত্র ঃ শিক্ষিকা, উদয়ন কলেজ
তৃতীয় সন্তান ঃ অনন্য আজাদ, মাস্টার্স
কর্মক্ষেত্র ঃ তিনি দেশ-বিদেশের একজন সোস্যাল একটিভিস্ট
তাঁর প্রকাশিত আলোচিত বই গুলো : ১। ভ্রæণ, সতীত্ব বনাম বহুগামিতা