Ratnagarvamma

মিসেস মাহমুদা খাতুন

মিসেস মাহমুদা খাতুন
স্বামী : হাবিবুর রহমান
ঠিকানা : হাউজ নং-২০৮, রোড নং-১১
সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬

পঁচাত্তর বছর বয়সের রতœগর্ভা মা মাহমুদা খাতুন তার পাঁচ সন্তানকে প্রতিষ্ঠার স্বর্ণ-চুড়ায় পৌঁছে দিয়ে আজ নিজের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করছেন বিভিন্ন ধরনের বই ও সংবাদপত্র পাঠ করে। ১৯৪৪ সালে শেরপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মা বাবার মিলিত চেষ্টায় সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে সবাই আজ পরিবার সমাজ ও দেশের জন্য কাজ করে চলেছেন। একজন সুশিক্ষিত ন্যায় পরায়ন সুখী সুন্দর পতিষ্ঠত সন্তান দেশের জন্য রতœ, আর সেই রতœ যিনি জন্ম দেন, লালন করেন ও গড়ে তোলেন তিনিই প্রকৃত অর্থে রতœগর্ভা আমরা এই মাকে সম্মান জানাতে পেরে আনন্দিত।

প্রথম সন্তান ঃ মোঃ হাফিজুর রহমান, বিএসসি, এমএসসি, ময়মনসিংহ এগ্রিকালচার ইউনির্ভাসিটি
কর্মক্ষেত্র ঃ আস্ট্রেলিয়াতে কর্মরত ও বসবাসরত
দ্বিতীয় সন্তান ঃ মাসুদুর রহমান, বিএসসি (অনার্স), মনোবিজ্ঞান, এমএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমবিএ, এমডিসি, নর্থ সাউথ ইউনির্ভাসিটি
কর্মক্ষেত্র ঃ চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিপুটি সেক্রেটারি, ডিস্ট্রিক বোর্ড, পাবনা
তৃতীয় সন্তান ঃ মেজর সাইদুর রহমান, পিএসসি (অবসরপ্রাপ্ত), বিসিএস, পিএসসি, এমডিসি
কর্মক্ষেত্র ঃ অবসরপ্রাপ্ত
চর্তুথ সন্তান ঃ মোঃ হামিদুর রহমান, বিএ, এমএ, জাতীয় বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ ডাইরেক্টর, ইন্টারন্যাশাল ট্যাভেল কর্পোরেশন ল্যান্ডমার্ক
পঞ্চম সন্তান ঃ কামরুন নাহার, বিএসসি জাতীয় বিশ্ববিদ্যালয়, এমএ, ডেফোডিলস্্ ইউনির্ভাসিটি
কর্মক্ষেত্র ঃ শিক্ষক, মানারত ঢাকা ইন্টন্যারনাশনাল কলেজ