Ratnagarvamma

মিসেস মাইমুনা আক্তার খাতুন

মিসেস মাইমুনা আক্তার খাতুন
স্বামী : প্রয়াত হাজী আজিজুর রহমান
ঠিকানা : প্রযতেœ এডভোকেট মোঃ জিল্লুর রহমান
চেয়ারম্যান জেলা পরিষদ, কিশোরগঞ্জ

সাত সন্তানের জননী মা মাইমুনা আখতার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষার কান্দি গ্রামের এক সচ্ছল কৃষক পরিবারে মায়ের জন্ম। পরবর্তিতে তিনি জনাব আজিজুর রহমান এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিপূর্ণ প্রেমের মাধুরির নির্যাস নিয়ে সংসারে আসে সাত সন্তান। আপন মেধা মনন এবং স্বামীর পরিপূর্ণ সহযোগিতায় সন্তানদের কাঙ্খিত লক্ষে পৌছে দেন। বাস্তবে সুশিক্ষিত সন্তান গড়ার ক্ষেত্রে মা হচ্ছেন একজন নিপুন কারিগর। একজন সুশিক্ষিত ন্যায়পরায়ন দেশ প্রেমিক সন্তান দেশের জন্য রতœ আর সেই রতœ যিনি জন্ম দেন লালন করেন ও গড়ে তোলেন প্রকৃত অর্থে তিনিই রতœগর্ভা মা। রতœগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ উন্নত সমাজ মর্যাদাশীল জাতি উপহার দিতে। যেমনটি দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।

প্রথম সন্তান ঃ অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান
কর্মক্ষেত্র ঃ চেয়ারম্যান, জেলা পরিষদ, কিশোরগঞ্জ
দ্বিতীয় সন্তান ঃ মোঃ এনায়েতুর রহমান গোলাপ, বিএসসি ইঞ্জিনিয়ারিং
কর্মক্ষেত্র ঃ সরকারি উচ্চপদস্থ কমকর্তা এবং বিশ্বব্যাংক ও এডিবির কনসালটেন্ট হিসেবেও দ্বায়িত্বরত
তৃতীয় সন্তান ঃ মোঃ শফিকুর রহমান কামাল, এমএসসি
কর্মক্ষেত্র ঃ মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, কিশোরগঞ্জ
চতুর্থ সন্তান ঃ মোঃ জামালুর রহমান জামাল, এমএ
কর্মক্ষেত্র ঃ চেয়ারম্যান, সিলেট সরকারি মহিলা কলেজ
পঞ্চম সন্তান ঃ মোঃ লুৎফুর রহমান বাদল, এমএসসি
কর্মক্ষেত্র ঃ সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক, ন্যাশনাল ব্যাংক, সিলেট
ষষ্ঠ সন্তান ঃ মোঃ সাইদুর রহমান বাবুল, এমএ, বিএড
কর্মক্ষেত্র ঃ প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ
সপ্তম সন্তান ঃ মোঃ মিজানুর রহমান বুলবুল, এমএসসি
কর্মক্ষেত্র ঃ সহকারী অধ্যাপক, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।