Ratnagarvamma

মিসেস মর্জিনা সাখাওয়াত

মিসেস মর্জিনা সাখাওয়াত
স্বামী : মোঃ সাখাওয়াত হোসেন
অবঃ অতিরিক্ত নির্বাচন কমিশনার
ঠিকানা : ফ্ল্যাট-৪সি/ডি, ১৬২, ক্রিসেন্ট রোড
আর্কেডিয়া খাদিজা এ্যাপার্টমেন্ট, গ্রীনরোড, ঢাকা।

চার সন্তানের জননী রতœগর্ভা মা মিসেস মর্জিনা সাখাওয়াত। সর্বগুনে গুণানিত এই মাকে কোন বিশেষ বিশ্লেষনে বিশেষিত করে ছোট করা ঠিক হবে না। বলতে গেলে একজন পরিপূর্ণ মায়ের প্রতিচ্ছবি এ রতœগর্ভা। তিনি স্বীয় সন্তানদের মাঝে স্বপ্নবীজ বপন করেন, বীজ বপন করেই ক্ষ্যান্ত হন নাই তাকে আলো বাতাস পানি দিয়ে পরিচর্যা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। প্রকৃতি অর্থে তিনি একজন রতœগর্ভা। রতœগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ উন্নত সমাজ মর্যদাশীল জাতি উপহার দিতে। একজন সচেতন মায়ের সন্তান কখনই বিপদ গামী হয় না। আশা করি আমাদের এই প্রয়াস এ দেশের মায়েদের আরো সচেতন করে সার্বিক শিক্ষা প্রসারের ক্ষেত্রে অবদান রাখবে আদর্শ মা হওয়ার অনুপ্রেরণা যোগাবে এবং মাতৃত্বসুলভ উন্নত মননশীলতার জন্ম দিবে। আপনাকে অভিন্দন।

প্রথম সন্তান ঃ ডা: শেলী সালেহীন, এমএসএস, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটি, অষ্ট্রেলিয়া
এমএসএস, পপুলেশন সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমবিবিএস, ওসমানি মেডিক্যাল কলেজ, সিলেট
কর্মক্ষেত্র ঃ বাংলাদেশ মিশন সুইজারল্যান্ড, জেনেভাতে কুটনীতিক হিসেবে কর্মরত
দ্বিতীয় সন্তান ঃ ডা: জাকিয়া সুলতানা, এমএসএস, পপুলেশন সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমবিবিএস, ফরিদপুর মেডিক্যাল কলেজ
কর্মক্ষেত্র ঃ উপ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
তৃতীয় সন্তান ঃ ইমাম গাজ্জালী, বিকম (অনার্স) এমকম (হিসাব বিজ্ঞান), ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ
কর্মক্ষেত্র ঃ জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় ডিপুটি কমিশনার হিসেবে ভ্যাট সার্কেল ঢাকা (পূর্ব)-তে কর্মরত
চর্তুথ সন্তান ঃ শিবলী নোমান, এলএলবি (অনার্স), এলএলএম, স্ট্যাষ্পফোর্ট ইউনির্ভাসিটি
কর্মক্ষেত্র ঃ অধ্যয়নরত