Ratnagarvamma

মিসেস ফারমিদা সাত্তার

মিসেস ফারমিদা সাত্তার
স্বামী : মরহুম শাহ্্ আব্দুস সাত্তার
ঠিকানা : বাড়ি-৩৪, রোড-২১, সেক্টর-১৪
উত্তরা, ঢাকা-১২৩০

ছোট্ট একটি শব্দ মা, মা সবার উর্ধ্বে, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। মা হচ্ছেন একজন মহান শিল্পী আর সেই শিল্পী সত্তাকে বাস্তবে রুপ দেন তার সন্তানদের লালন-পালনের মধ্যে দিয়ে। তিনি স্বীয় সন্তানদের মাঝে স্বপ্ন বীজ বপন করেন, বীজ বপন করেই ক্ষ্যান্ত হন না তাকে আলো-বাতাস পানি দিয়ে পরিচর্যা করে কাঙ্খিত লক্ষে পৌছে দেন। একজন সুশিক্ষিত ন্যায়পরায়ন সুখী সুন্দর প্রতিষ্ঠিত সন্তান দেশের জন্য রতœ আর সেই রতœ যিনি জন্ম দেন, লালন করেন ও গড়ে তোলেন তিনিই প্রকৃত অর্থে রতœগর্ভা। রতœগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ উন্নত সমাজ মর্যাদাশীল জাতি উপহার দিতে তেমনি একজন মা মিসেস ফারমিদা সাত্তার। ১৯৫৫ সালে জামালপুর শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মা অল্প বয়সেই তৎকালীন ফাইজার কোম্পানীতে কর্মরত শাহ্্ আব্দুস সাত্তার সাহেবের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন এভাবেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার পর পরিবারের মুখ উজ্জ¦ল করে জন্মগ্রহণ করে পাঁচজন আলোকিত বিকশিত সুসন্তান- মা তোমাকে সালাম

প্রথম সন্তান ঃ শাহনাজ নাসরিন ইলা, মার্স্টাস, রবিন্দ্র ভারতী ইউনির্ভাসিটি, ইন্ডিয়া, পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ প্রফেসর, ডিপার্টমেন্ট অব মিউজিক, ঢাকা বিশ্ববিদ্যালয়
দ্বিতীয় সন্তান ঃ শায়লা শারমিন শিলা, মাস্টার্স (এন্থোপোলজি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ সোসিয়াল অ্যাকটিভিষ্ট, ফরমার প্রোগ্রাম অফিসার অব এডিএবি, বাংলাদেশ
তৃতীয় সন্তান ঃ সাজিয়া আফরিন, মাস্টার্স (বোটানী), জাতীয় বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ ডিপুটি সেক্রেটারি, জোনাল এক্সিকিউটিভ অফিসার, জোন ৬ (উত্তরা) ঢাকা নর্থ সিটি কর্পোরেশন
চতুর্থ সন্তান ঃ সাদিয়া সাবরিন দিশা, এমবিএ (মার্কেটিং) ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ উদ্যোক্তা, ফরমার ম্যানেজার, রবি এক্সিটা লি.
পঞ্চম সন্তান ঃ শাহ্্ সেলিম হামিদ অভি, এমবিএ (মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ এফ এ ভি পি এবং সিনিয়র ম্যানেজার, ক্রেডিট রিকস ম্যানেজমেন্ট ডিভিশন, প্রাইম ব্যাংক লিঃ