Ratnagarvamma

মিসেস পুনুয়ারা বেগম

মিসেস পুনুয়ারা বেগম
স্বামী : বীর মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট কমান্ডার আবদুল করিম খান (অবঃ)
ঠিকানা : পার্বণ’স ডেন, বাড়ী নং-এফ ৩৬, রোড নং-এস ৪
ইস্টার্ন হাউজিং ২য় পর্ব, পল্লবী, ঢাকা।

ত্রিরতœর জননী মা পুনুয়ারা বেগম। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কামারখালীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের জন্ম। মায়ের বাবা ছিলেন পূর্ব-পাকিস্তান বিচার কার্যালয়ের সিভিল জুরী বোর্ডের সম্মানিত সদস্য। আট ভাইবোনের মধ্যে মা ছিলেন তৃতীয়। অষ্টম শ্রেণীতে পড়াশোনারত অবস্থায় তৎকালীন পশ্চিম পাকিস্তান নৌ-বাহিনীর অফিসার আবদুল করিম খান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মা পড়াশোনায় বেশিদূর এগিয়ে যেতে না পাড়লেও মনে সংকাবদ্ধ ছিল সন্তানদের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। তার এই অদম্য ইচ্ছাকে বাস্তবে রূপ দান করেছেন তার সন্তানদের দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের মাধ্যমে। তিনি শুধু নিজ সন্তানকেই নয় গ্রামে অসহায় ছাত্রদের পড়াশোনা ও পরীক্ষার ব্যয়ভার বহন, নিঃস্ব কপর্দকশূন্য মানুষের কন্যা সন্তানদের পড়াশোনা ও বিয়ের খরচ বহন করাসহ নানা সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন- এই মমতাময়ী নারী।
আমরা অভিনন্দন জানাই এই মায়েদের যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে এমন রতœ উপহার দিয়েছেন। যারা দেশে বিদেশে আলোকিত বিকশিত, আবারও অভিনন্দন মা তোমায়।

প্রথম সন্তান ঃ সালমা বেগম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, ১৮ তম বিসিএস (পুলিশ)
কর্মক্ষেত্র ঃ এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ
দ্বিতীয় সন্তান ঃ মেজর আবদুস সালাম খান (অবঃ) পিএসসি, ৩১তম বিএমএ লং কোর্স, বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল), গওঝঞ
কর্মক্ষেত্র ঃ ট্রাস্ট ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা সেনানিবাস
তৃতীয় সন্তান ঃ আবদুস সামাদ খান, এমএ
কর্মক্ষেত্র ঃ ব্যবসা