মিসেস জান্নাতুল ফেরদৌসী
স্বামী : রায়হান আবেদীন
ঠিকানা : ত্রিরতœ ওয়াইড ভিশন একাডেমী
আমিরাবাগ বাস রোড, ইউনিয়ন: জিনজিরা
থানা: কেরাণীগঞ্জ মডেল, ঢাকা।
ত্রিরতœর জননী মা জান্নাতুল ফেরদৌসী। ঢাকার কেরানীগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে মায়ের জন্ম। দশ ভাইবোনের মধ্যে মা ছিলেন পঞ্চম। প্রবল ইচ্ছাশক্তি ও মেধা থাকা সত্তে¡ও বিভিন্ন কারণে প্রাইমারীর পর আর লেখা পড়া করতে পারেন নাই। তবে মনে সংকাবদ্ধ ছিল সন্তানদের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। তার এই অদম্য ইচ্ছাকে বাস্তবে রূপ দান করেছেন তার সন্তানদের দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের মাধ্যমে। লেখাপড়া করলেই চাকুরী করতে হবে সে ধারনা থেকেও তিনি সরে এসেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যেমে এলাকার সর্ব শ্রেণীর মানুষের শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। আমরা অভিনন্দন জানাই এই মায়েদের যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে এমন রতœ উপহার দিয়েছেন। যারা দেশে বিদেশে আলোকিত বিকশিত, আবারও অভিনন্দন মা তোমায়।
প্রথম সন্তান ঃ মোহাম্মদ ফেরদৌস আবেদীন, এমএসসি (প্রাণিবিদ্যা)
কর্মক্ষেত্র ঃ প্রধান শিক্ষক, ত্রিরতœ ওয়াইড ভিশন একাডেমী
দ্বিতীয় সন্তান ঃ সালমা ফেরদৌসী, এমএসসি (উদ্ভিদবিদ্যা)
কর্মক্ষেত্র ঃ সহকারী প্রধান শিক্ষক, ত্রিরতœ ওয়াইড ভিশন একাডেমী
তৃতীয় সন্তান ঃ শামীমা ফেরদৌসী, এমএ (বাংলা)
কর্মক্ষেত্র ঃ সিনিয়র শিক্ষক, ত্রিরতœ ওয়াইড ভিশন একাডেমী