Ratnagarvamma

মিসেস আশা বড়ুয়া

মিসেস আশা বড়ুয়া
স্বামী : সুলাল বড়ুয়া
ঠিকানা : ৪/১২, বেইলী স্কয়ার অফিসার্স কোয়াটার
রমনা, ডাকা-১০০০

ত্রিরতেœর জননী মা আশা বড়–য়া। আশা বড়–য়া পিতা-মাতার একমাত্র সন্তান। এসএসসি দেওয়ার পর পরই তার একই আচার আচার পশ্চিম আধার মানিক গ্রামের সুলাল বড়–য়া একজন কৃষি কর্মকর্তার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এর মাঝেই আসে এক এক করে তিনটি সন্তান। আমি মনে করি সুশিক্ষিত সন্তান গড়ার ক্ষেত্রে একজন মা-ই হচ্ছেন নিপুন কারিগর। একজন সুশিক্ষিত ন্যায়পরায়ন সুখী সুন্দর প্রতিষ্ঠিত সন্তান দেশের জন্য রতœ আর সেই রতœ যিনি জন্ম দেন লালন করেন ও গড়ে তোলেন তিনিই প্রকৃত অর্থে রতœগর্ভা। রতœগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ উন্নত সমাজ মর্যাদাশীল জাতি উপহার দিতে সৃষ্টি সুখের উল্লাসে মা ও সন্তানদের আমরা স্বাগত জানাই।

প্রথম সন্তান ঃ ডা: সুমিত বড়–য়া, ¯œাতক, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ¯œাতকোত্তর, নিউরোসাইন্স
পিএইচডি, নিউরোসাইন্স, আজো বিশ্ববিদ্যাল, দক্ষিণ কোরিয়া
কর্মক্ষেত্র ঃ পোস্ট ডক্টরাল ফেলো, এনাটমি বিভাগ, ইয়ন্সি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া
দ্বিতীয় সন্তান ঃ অমিত বড়–য়া, ¯œাতক ও ¯œাতকোত্তর, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ উপ-পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সেগুনবাগিচা, ঢাকা।
তৃতীয় সন্তান ঃ অপির্তা বড়–য়া, ¯œাতক (পদার্থ বিজ্ঞান বিভাগ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
¯œাতকোত্তর (পদার্থ বিজ্ঞান ও ইঞ্জিরিয়ারিং) সাসকেচোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা
কর্মক্ষেত্র ঃ উপ-পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সেগুনবাগিচা, ঢাকা।