মিসেস হামিদা বেগম
স্বামী : মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান খান
ঠিকানা : ২৯/৫/ক, পূর্ব বাসাবো, কদমতলা
(৪র্থ তলা) সবুজবাগ, ঢাকা-১২১২
ছোট্ট একটি শব্দ মা, অথচ কি বিশাল তার দায়িত্ব। মমতা, আশ্রয়, নিরাপত্তা নিশ্চয়তা নির্ভরতা সবই নির্ভর করে একটি শব্দের মাঝে, তেমনি একজন মা মিসেস হামিদা বেগম। ১৯৫৩ সালের ২০ মে বানরীপাড়া উপজেলার মলুহার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মা হামিদা বেগম ১৯৬৭ সালে ১৪ বৎসর বয়সে একজন প্রথিতযশা হাফেজ ক্বারী সাইদুর রহমান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি পাকিস্তান-বাংলাদেশ রেডিও টেলিভিশনের ষ্টাফ এবং পরবর্তিতে ক্বারী হিসাবে দীর্ঘদিন তেলওয়াত করেছেন। দেশবিদেশের অসংখ ক্বারী ও হাফেজদের ওস্তাদ ছিলেন তিনি। তার সংস্পর্শে থেকেই মা তার সন্তানদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। তিনি সন্তানদের মাঝে স্বপ্ন বীজ বপন করেন, বীজ বপন কইে ক্ষ্যান্ত হন না তাকে আলো বাতাস পানি দিয়ে পরিচর্যা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। আজ সন্তানরা দেশে বিদেশে আলোকিত ও বিকশিত। অভিনন্দন মা তোমাকে।
প্রথম সন্তান ঃ মিসেস সাদেকা বেগম
কর্মক্ষেত্র ঃ সামাজিক কর্মকান্ডে জড়িত
দ্বিতীয় সন্তান ঃ মো. মাসুদুর রহমান, এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমবিএ (মার্কেটিং)
কর্মক্ষেত্র ঃ মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (সেলস এন্ড মার্কেটিং), দৈনিক বাংলাদেশ প্রতিদিন
তৃতীয় সন্তান ঃ মো. মাহমুদুর রহমান খান, বিএসএস (অনার্স), এমএমএস, সমাজ বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ সহযোগী অধ্যাপক, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, নেছারাবাদ, পিরোজপুর
চতুর্থ সন্তান ঃ মো. মোস্তাফিজুর রহমান খান, পিজিডিএসসিএম, (পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন মার্কেটিং)
এমবিএ (মার্কেটিং)
কর্মক্ষেত্র ঃ হেড অব ডিপার্টমেন্ট (সাপ্লাই চেন), উকো-টেক্স গ্রæপ
পঞ্চম সন্তান ঃ মো. সাইফুর রহমান খান, বিকম (অনার্স), এমকম, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমবিএ (এইচআরএম)
কর্মক্ষেত্র ঃ এইচআর ম্যানেজার, মেটলাইফ
ষষ্ঠ সন্তান ঃ ড. মো. মাহফুজুর রহমান খান, ডিভিএম, এমএস, পিএইচডি, দক্ষিণ কোরিয়া
কর্মক্ষেত্র ঃ চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব মেডিসিন, সিলেট ভেটেরিনারি মেডিকেল কলেজ, সিলেট
- +880-2223382069