Ratnagarvamma

মিসেস সামসুন নাহার

মিসেস সামসুন নাহার
স্বামী : মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ
ঠিকানা : শরীফ মঞ্জিল
বাসা-২০/১, প্লট-৬৪৭/এ, রোড-২২
বøক-এ, খিলগাঁও, ঢাকা-১২১৯

পাঁচ সন্তানের জননী সামসুন নাহার ১৯৫২ সালে নারায়ণগঞ্জের বন্দর উপজিলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের বীর মুক্তিযোদ্ধা জনাব নাসির উদ্দিন আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিপূর্ণ প্রেমের মাধুরির নির্যাস নিয়ে সংসারে আলোকিত করে আসে সন্তানেরা। আপন মেধা মনন এবং স্বামীর সহযোগিতায় সন্তানদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। বাস্তবে শিক্ষিত সন্তান গড়ার ক্ষেত্রে মা-ই হচ্ছে নিপুর কারিগর। একজন সুশিক্ষিত ন্যায় পরায়ন সুখী সুন্দর প্রতিষ্ঠিত সন্তান দেশের জন্য রতœ আর সেই রতœ যিনি জন্মদেন লালন করেন গড়ে তোলেন তিনিই প্রকৃত অর্থে রতœগর্ভা মা। রতœগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ, উন্নত সমাজ মর্যাদাশীল জাতি উপহার দিতে।

প্রথম সন্তান ঃ ডা. নুসরাত শারমীন পপি, এমবিবিএস
কর্মক্ষেত্র ঃ সরকারি কর্মকর্তা
দ্বিতীয় সন্তান ঃ নুজহাত আফরিন, বিএ (অনার্স) ইংলিশ, জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি, এমএ, ইংলিশ, জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি
কর্মক্ষেত্র ঃ সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অব ইংলিশ, কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ অ্যান্ড
সিনিয়র নিউজ প্রেজেন্টার, গাজী টেলিভিশন
তৃতীয় সন্তান ঃ নাসরিন পারভীন নুডে, বিবিএ, আইবিএ, এমবিএ, আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ সিনিয়র এক্সিকিউটিভ, এগরো-ভ্যাট ডিভিশন, স্কোয়ার ফারমাসিটিকেল লি.
চর্তুথ সন্তান ঃ নাঈনা তাবাস্সুম, বিএ, আর্কিটেকচার, বুয়েট, এমএ
কর্মক্ষেত্র ঃ লেকচারার, ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার, বুয়েট
পঞ্চম সন্তান ঃ শরিফ তৌফিক ইমাম, বিবিএ, নর্থ সাউথ ইউনির্ভাসিটি, ইএমবিএ, ইউনির্ভাসিটি অব ঢাকা
কর্মক্ষেত্র ঃ বিজনেস ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ, ইনডিগুসিন লি.