Ratnagarvamma

মিসেস নাফিসা বেগম

মিসেস নাফিসা বেগম
স্বামী : আলহাজ্ব দেওয়ান মহরম আলী
ঠিকানা : ফ্ল্যাট এ-৩, রূপায়ন প্যালেস
৩৬৮, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা।

ছয় রতেœর জননী মিসেস নাফিসা বেগমের জন্ম ১৯৫১ সালে নওগাঁ জেলার পতœীতলা থানায়। তাঁর পিতা জনাব আবদুস সোবহান ছিলেন নজিপুর বাইলেটারেল হাইস্কুলের শিক্ষক। তৎকালীন সমাজব্যবস্থায় যেখানে মেয়েদের লেখাপড়া করানো ছিল এক দুরহ ব্যাপার সেখানে নিজের প্রবল ইচ্ছাশক্তি ও আদর্শবান পিতার অনুপ্রেরণায় ১৯৭২ সালে রাজশাহী সরকারি মহিলা কলেজ হতে আই.এ. পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হন। ১৯৬৯ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন নওগাঁ জেলার সরিষাবাড়ি নিবাসী আলহাজ্ব দেওয়ান মোহাম্মদ আলীর পুত্র আলহাজ্ব দেওয়ান মহরম আলীর সাথে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জন্ম দেন প্রথম সন্তানের। বর্তমানে তিনি ছয় সন্তানের গর্বিত মা, যে সন্তানেরা দেশের ও বিদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ হতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আর তা সম্ভব হয়েছে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে এ মমতাময়ী আদর্শবান মায়ের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মহিমায়।
বাস্তবে একজন সুশিক্ষিত ন্যায় পরায়ণ সুখী সুন্দর প্রতিষ্ঠিত সন্তান দেশের জন্য রতœ, আর সেই রতœ যিনি জন্ম দেন লালন করেন ও গড়ে তোলেন তিনিই প্রকৃত অর্থে রতœগর্ভা মা। মা তোমাকে অভিনন্দন।

প্রথম সন্তান ঃ রোকসানা জেসমিন, বি.এসসি (অনার্স), এম.এসসি. (প্রাণিবিদ্যা), ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মক্ষেত্র ঃ শিক্ষিকা, ম্যাপল লীপ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা।
দ্বিতীয় সন্তান ঃ রায়হানা বিলকিস, বিএ (অনার্স), এমএ (ইংরেজি), রাজশাহী বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ সামাজিক উন্নয়নমূলক কর্মকাÐে জড়িত
তৃতীয় সন্তান ঃ রুনা পারভীন, বিএ (অনার্স), এমএ (অর্থনীতি), রাজশাহী বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ সামাজিক উন্নয়নমূলক কর্মকাÐে জড়িত
চতুর্থ সন্তান ঃ ফারহানা মুজনেবীন, বিএসসি (অনার্স), এমএসসি (প্রাণিবিদ্যা), ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মক্ষেত্র ঃ সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
পঞ্চম সন্তান ঃ দেওয়ান মোহাদ্দেস-আল-মাহের, বিএসসি (অনার্স), সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট
কর্মক্ষেত্র ঃ এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল ও স্ট্রাকচারাল), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
ষষ্ঠ সন্তান ঃ দেওয়ান মুক্তাদীর-আল-মুকিত, বিবিএ, এমবিএ (ফিন্যান্স), ঢাকা বিশ্ববিদ্যালয়; এমএসসি (ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট)
শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
কর্মক্ষেত্র ঃ সহকারী অধ্যাপক, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(বর্তমানে পূর্ণ বৃত্তি নিয়ে ইউনিভার্সিটি অব লিভারপুল হতে উচ্চতর শিক্ষা-পি.এইচডি,
এর জন্য যুক্তরাজ্যে অবস্থান করছে।)