Ratnagarvamma

মিসেস নাজিমা বেগম

মিসেস নাজিমা বেগম
স্বামী : ড. মুঃ শাহে আলম
ঠিকানা : ডি-১৩৭/১, মধ্যপাড়া (মধ্য ছায়াবীথি)
গাজীপুর-১৭০০, গাজীপুর সদর
গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।

মা মিসেস নাজিমা বেগম ৩রা ডিসেম্বর ১৯৫৮ সালে বরিশাল জেলার হিজলা উপজেলার দুর্গাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাবিবুর রহমান মিয়া এবং মাতা মিসেস সুফিয়া বেগম। নদী ভাঙ্গনের কারণে নানা বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানেই স্থায়ী নিবাস গড়েন। মা নাজিমা বেগম অষ্ঠম শ্রেণীতে পড়া অবস্থায় জনাব শাহে আলমের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মা মিসেস নাজিমা বেগম দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জননী। নিজে পড়াশুনা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় মনে কষ্ঠ থেকেই সিদ্ধান্ত নেন যেকোন মূল্যে সন্তানদের উচ্চ শিক্ষিত করবেন এবং সেভাবেই পথচলা এবং সফল। অল্প বেতনে সরকারি চাকুরি করা স্বামীর আয়ের সংসার চালানো কঠিন হলেও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচে কোন কার্পণ্য করেন নি। তাঁর স্বামী একজন শিক্ষানুরাগী হওয়ায় সন্তানদের উচ্চ শিক্ষিত করার প্রচেষ্টায় সহজ হয় এবং সফল হন।
বর্তমানে তিনি তিন ছেলেমেয়েদের মানুষ করে চাকুরিতে প্রতিষ্ঠিত করে, সবাইকে বিবাহ করিয়ে, ছেলেমেয়ে, নাতি-নাতনি এবং স্বামী নিয়ে সুখের জীবন যাপন করছেন। সফল এই মা’কে অভিনন্দন।

প্রথম সন্তান ঃ মেজর সাইফুল আলম, বিএসসি, চিটাগং বিশ্ববিদ্যয়
কর্মক্ষেত্র ঃ মেজর, বাংলাদেশ আর্মি
দ্বিতীয় সন্তান ঃ ডাঃ নাসরিন জাহান, বিডিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিডিএস (বিএসএমআইউ); রিসার্চ ফেলো, ওসাকা ইউনির্ভাসিটি
কর্মক্ষেত্র ঃ সহকারী অধ্যাপক, সাপ্পোরও ডেন্টাল কলেজ ও হসপিটাল
তৃতীয় সন্তান ঃ ক্যাপ্টেনইন জামামুল আলম, বিএসসি ইন মিলিটারি স্টাডিজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালিস্ট (বিইউপি)
কর্মক্ষেত্র ঃ ক্যাপ্টেন, বাংলাদেশ আর্মি